পানির উৎস স্থাপনের সহায়ক চাঁদার টাকা কোনোভাবেই নগদে প্রদান বা গ্রহণ করা যাবে না। সহায়ক চাঁদা পে-অর্ডার/ট্রেজারী চালানের মাধ্যমে জমা প্রদান করতে হবে। পানির উৎসের কোনো তত্ত্বাবধায়ক বা উপকারভোগী যদি নগদে কাউকে সহায়ক চাঁদার টাকা প্রদান করে পানির উৎস প্রাপ্তিতে কোনো ধরণের হয়রানির শিকার হন তাহলে এর দায়ভার কর্তৃপক্ষ বহন করবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস